Monday, November 4

আমি একজন ভালো খুনি: বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি একজন ভালো খুনি। সদ্য প্রকাশিত একটি বইতে বলা হয়েছে, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে বলেছিলেন, আমি 'মানুষ হত্যায় সত্যিই ভালো করি।' 'ডাবল ডাউন: গেম চেঞ্জ ২০১২' শিরোনামের বইটি লিখেছেন বিখ্যাত দুই মার্কিন সাংবাদিক- মার্ক হ্যালপেরিন ও জন হেলিম্যান।

বইটিতে বলা হয়েছে, সহযোগীদের সঙ্গে আলাপের সময় কয়েকটি মুসলিম দেশের ওপর আমেরিকার বিতর্কিত ড্রোন হামলা নিয়ে কথা উঠলে বারাক ওবামা ওই মন্তব্য করেন। বইটিতে প্রকাশিত এ তথ্য সম্পর্কে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য গতকাল (রোববার) প্রেসিডেন্ট ওবামার একজন সহযোগী ওই বইয়ে প্রকাশিত অন্য কিছু তথ্য প্রত্যাখ্যান করেছেন। এসব তথ্যের মধ্যে রয়েছে, ২০১২ সালের নির্বাচনি প্রচারাভিযানের সময় ভাইস প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে জো বাইডেনের স্থলাভিষিক্ত করতে চেয়েছিলেন ওবামা।

এবিসি টেলিভিশনের 'দিস উইক' অনুষ্ঠানে ড্যান ফেইফার বলেন, "আমি আপনাদের বলতে পারি, প্রেসিডেন্টসহ অন্য কেউই এ সম্পর্কে (হিলারি ও বাইডেনের অবস্থান পরিবর্তন) কোনো কথা বলেনি বা বিষয়টি বিবেচনায় নেয়নি।" ফেইফার বলেন, তিনি বইটি পড়েননি বা এ সম্পর্কে প্রেসিডেন্ট ওবামার সঙ্গেও এখন পর্যন্ত কথা বলেননি। কিন্তু তিনি জানেন, 'প্রেসিডেন্ট তার কথাবার্তা ও পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার কারণে সব সময়ই হতাশ ও মনোক্ষুণ্ন থাকেন।'

২০০৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বারাক ওবামা পাকিস্তান, আফগানিস্তান ও ইয়েমেনসহ কয়েকটি মুসলিম দেশে ঘাতক ড্রোন হামলা জোরদার করেছেন। এসব ড্রোন হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক আইনে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ড্রোন হামলার কোনো অধিকার আমেরিকাকে দেয়া হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়