Tuesday, November 5

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার শিগগিরই আসছে!

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছুটা নতুনত্ব নিয়ে খুব শিগগিরই ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বলে পরিবর্তনকে জানিয়েছেন দলটির একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্রটি জানিয়েছে, ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারের সংযোজন-বিয়োজনের কাজ ইতিমধেই শেষ হয়েছে। এখন তা প্রেসে রয়েছে। প্রেস থেকে কয়েক দিনের মধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চলে আসবে ইশতেহার। এরপরেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জনসমক্ষে তুলে ধরা হবে।

সূত্রটি জানায়, গত ২০০৮ সালের নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল ওই ইশতেহারের সঙ্গেই সংযোজন-বিয়োজন করা হয়েছে। গত ২০০৮ সালের চেয়ে অনেক কিছুতেই ভিন্নতা থাকবে ২০১৪ সালের নির্বাচনী ইশতাহারে। এরমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর, শিক্ষা, কৃষি, খাদ্য, বেকারদের কর্মসংস্থান, অর্থনীতি, চিকিৎসাসহ মৌলিক অধিকারগুলোর দিকে প্রাধান্য দেয়া হয়েছে সবচেয়ে বেশি। এছাড়াও রাজনীতি ও সংস্কৃতির পরিবর্তনের ধারা অব্যাহত রাখার বিষয়গুলো ইশতেহারে উঠে এসেছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস পরিবর্তনকে জানিয়েছেন, ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার খুব শিগগিরই প্রকাশ করা হবে। ইশতেহারের সব কাজ শেষ। বর্তমানে প্রেসে রয়েছে। প্রেস থেকে আসার পরেই দলীয় ফোরামে আলোচনা করে জাতির সামনে প্রকাশ করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা শেষ করেছেন। প্রার্থীর তালিকাও ঠিক হয়ে গেছে। খুব শিগগিরই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

গত ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার ও ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে কোনো পার্থক্য বা নতুনত্ব এসেছে কি না এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, এখনো তা বলার সময় হয়নি। প্রেস থেকে মুদ্রিত হয়ে আসুক। এরপরে জানানো হবে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ পরিবর্তনকে বলেন, "নির্বাচনী ইশতেহারের কাজ শেষের দিকে। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে সঙ্গেই সংযোজন ও বিয়োজন করা হয়েছে। তবে কিছু কিছু বিষয় নতুনত্ব আনা হয়েছে।তিনি আরো বলেন, খুব শিগগিরই আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহার সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরবে। ২০১৪ সালের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হলে আগামী দশম জাতীয় নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দেবেন।"----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়