Sunday, November 3

জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছাল

ঢাকা : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালকে সামনে রেখে পেছাল জেএসসি ও জেডিসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এ সময় হরতাল আহ্বানকারীদের তীব্র সমালোচনা করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ৪ নভেম্বরের জেএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা পরিবর্তিত সময় আগামী ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে আগামী ৬ নভেম্বরের জেডিসির কুরআন মজিদ পরীক্ষা পরিবর্তিত সময় আগামী ৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়