Sunday, November 3

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫ ও ৬ তারিখের পরীক্ষা স্থগিত


ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ৫ ও ৬ তারিখের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হলো।

নতুন সূচি অনুযায়ী, অনার্স প্রথম বর্ষ (২০১২) এর পরীক্ষা আগামী ৫ তারিখ মঙ্গলবারের পরীক্ষা ৯ তারিখ শনিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। ৪র্থ বর্ষ (২০১১) এর ৫ তারিখের পরীক্ষা ৭ তারিখ বৃহস্পতিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও এমবিএ ২য় সেমিস্টার (২০১০) এর ৫ তারিখের পরীক্ষা বৃহস্পতিবার সকাল ১০টা এবং বিবিএ ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার (২০১১) এর ৬ তারিখের পরীক্ষা বৃহস্পতিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়