Tuesday, November 5

খালেদা জিয়ার সঙ্গে স্টিভ শ্যাবটের সাক্ষাত

ঢাকা : যুক্তরাষ্ট্রের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবটের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ।এসময় তার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জন ড্যানি লুইস। 

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, শ্যাবট খালেদা জিয়ার সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় স্টিভ শ্যাবট জামায়াতের আইনজীবী আরমান আলী, তাজুল ইসলাম ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবুদর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়