Wednesday, November 6

সেনাবাহিনীর সহায়তায় দশম জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনার

ঢাকা : সেনাবাহিনীর সহায়তায় দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বুধবার সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পরই কোথায় কোথায় সেনা মোতায়েন হবে সে বিষয়ে জানানো হবে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, 'তফসিল ঘোষণার পরে আমরা সিকিউরিটি নিয়ে ডিপ্লয়মেন্ট নিয়ে মিটিং করি, সেখানে সমস্ত এজেন্সিরা উপস্থিত থাকেন। তারা তখন বলবেন যে, কি পর্যায়ে মোতায়েনটা হবে। জাতীয় ইলেকশনে সব সময় সেনাবাহিনী আমাদেরকে সহায়তা করেছে। কোনো সময়ই আমরা সেনাবাহিনী ছাড়া নির্বাচন করিনি। আমরা এবারকার নির্বাচনেও সহায়তা পাবো আশা করি এবং তাদের সহায়তায়ই নির্বাচন হবে।'

তিনি আরো বলেন, 'তবে সেটা আমরা সিডিউল ঘোষণার পরে কোথায় কি ডিপ্লয়মেন্ট হবে, কি আকাড়ে হবে সেগুলো ওই মিটিংয়ে সিদ্ধান্ত হলে তকনই আপনারা জানতে পারবেন।'--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়