Wednesday, November 6

সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ছে

ঢাকা : জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এই অধিবেশনের মেয়াদ আরো বাড়বে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বুধবার সংসদ ভবনস্থ কার্যালয়ে তিনি সাংবাদিকের জানান, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়নি এখনও। এজন্য অধিবেশনের মেয়াদ বাড়ছে। তবে কতদিন পর্যন্ত চলবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে সংসদের একটি সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত চলতি অধিবেশন পর্যন্ত চলতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকা সফর শেষ করে সংসদের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখবেন। ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
সংসদে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা ছিলো। গত ২৩ অক্টোবর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ১২ সেপ্টেম্বর কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছিল। ওই দিন সংসদের চলতি অধিবেশন শুরু হয়। চলতি অধিবেশনের বুধবার পর্যন্ত ১৯তম কার্যদিবসের মধ্যে বিএনপিসহ তাদেও শরীকরা মাত্র ১দিন সংসদে উপস্থিত ছিল।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়