ঢাকা: রাজধানীর মগবাজারে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত: সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত-শিবির সন্দেহে দুই পথচারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সকালে হরতালের সমর্থনে মগবাজারে জামায়াতকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিলে ছাত্রলীগকর্মীরা তাদের ধাওয়া দেয়।
পরে জামায়াত পাল্টা ধাওয়া করলে ছাত্রলীগ ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় ছাত্রলীগকর্মীরাও ফের জামায়াত-শিবিরের ওপর হামলা করে। এসময় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায়। এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হন। পরে দুই পথচারীকে আটক করে পুলিশ।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়