Saturday, November 2

কানাইঘাট উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত কানাইঘাট উপজেলা আ’লীগের ৮৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি সভা আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, অধ্যাপক লুকমান হোসেন, এড. আব্দুস সাত্তার, এড. মামুন রশিদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর ফখর উদ্দিন শামীম, জালাল আহমদ, ওলিউর রহমান, শ্রী রিংকু চক্রবর্তী, সদস্য বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মাসুক আহমদ, সুবেদার আফতাব উদ্দিন, জাকারিয়া, আব্দুল খালিক, আব্দুর রশিদ, এড. কামরুজ্জামান, আব্দুল হেকিম শামীম, হাজী মখদ্দুস আলী, দুদু মিয়া মেম্বার, আলিম উদ্দিন মেম্বার, আলী হোসেন কাজল, সেলিম চৌধুরী, নাজিম উদ্দিন, হারিছ উদ্দিন, শাহাব উদ্দিন, নূর উদ্দিন কুটি, জালাল আহমদ, আব্দুল খালিক প্রমুখ। সভায় কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য তাদের বক্তব্যে বলেন, আ’লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে অনৈক্য থাকায় বিএনপি-জামায়াত জোট কানাইঘাটে মাথাঝাড়া দিয়ে উঠেছে। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করায় আ’লীগের দুর্বলতার সুযোগ নিয়ে সম্প্রতি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আ’লীগ কর্মীদের উপর চোরাগুপ্তা হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। সাংগঠনিক স্তবিরতার অভিযোগ এনে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের দাবী জানান অনেকে। দলের মধ্যে ঐক্য সৃষ্টির মাধ্যমে আগামী দিনে রাজপথে থেকে বিরোধী দলের যে কোন ধরণের ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিহত করা হবে বলে আ’লীগের নেতাকর্মীরা সভায় অঙ্গীকার করেন। তারা আরো জানান, কানাইঘাটে বর্তমান সরকারের আমলে কোটি কোটি টাকার উন্নয়নমূলক কর্মকান্ড সাধিত হলেও প্রচার প্রচারণার অভাবে মানুষ তা জানতে পারছে না। এ জন্য দলের দায়িত্বশীল নেতাকর্মীদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন এবং কমিটি থেকে বাদ পড়া ত্যাগী নেতাদের অন্তর্ভুক্তের দাবী করেন। সভার শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা ফজলে হক। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়