Saturday, November 2

কানাইঘাটে ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪২তম জাতীয় সমবায় দিবস কানাইঘাটে পালিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা ইউটিডিসি হলের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের সূচনা হয়। এরপর সকাল সাড়ে ১১টায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমবায়ীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরে বের হয়। র‌্যালী পরবর্তী ইউটিডিসি হলে ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’ প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমবায়ী সাংবাদিক আব্দুন নূরের সভাপতিত্বে এবং সমবায়ী আবুল কালামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুহেব আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি প্রভাতী রাণী দাস, প্রবীণ সমবায়ী শ্রী দূর্গাকুমার দাস, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সমবায়ী নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, সহকারী পরিদর্শক আসাদুজ্জামন মীর, অফিস সহকারী স্বদেশ চন্দ্র ভর্মণ, সমবায়ী নজরুল ইসলাম রুকন, দুদু মিয়া মেম্বার, চমক রঞ্জন দে, ফারুক আহমদ, শমসের আলম, মঞ্জু লাল দাস, সাংবাদিক আমিনুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়