ঢাকা : বিরোধী জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল আজকের মধ্যে প্রত্যাহার না করলে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোরবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিরোধী জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল আজকের মধ্যে প্রত্যাহার করা হলেই কেবল বিএনপির মহাসচিবের সঙ্গে সংলাপ হতে পারে। হরতাল প্রত্যাহার না করলে কোনো সংলাপ হবে না।
শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে এক বৈঠক শেষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক সংকট নিরসনে এখনই শীর্ষ পর্যায়ের পরিবর্তে মহাসচিব পর্যায়ে বৈঠক শুরু করা দরকার। এই বক্তব্যের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতাল আজকের (রোববার) মধ্যে প্রত্যাহার না করলে সংলাপ বসার ব্যাপারে তাঁদের অপারগতার কথা জানালেন।--ডিনিউজ
রোরবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিরোধী জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল আজকের মধ্যে প্রত্যাহার করা হলেই কেবল বিএনপির মহাসচিবের সঙ্গে সংলাপ হতে পারে। হরতাল প্রত্যাহার না করলে কোনো সংলাপ হবে না।
শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে এক বৈঠক শেষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আকরাম উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক সংকট নিরসনে এখনই শীর্ষ পর্যায়ের পরিবর্তে মহাসচিব পর্যায়ে বৈঠক শুরু করা দরকার। এই বক্তব্যের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতাল আজকের (রোববার) মধ্যে প্রত্যাহার না করলে সংলাপ বসার ব্যাপারে তাঁদের অপারগতার কথা জানালেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়