রাজশাহী: আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকি বলেছেন, খালেদা জিয়া না আসলে নির্বাচন ঠেকে থাকবে না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে আসার জন্য খালেদা জিয়াকে বার বার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তিনি নির্বাচনে আসতে চান না। কারণ তারা জনগণকে স্বীকার করেনা।
রবিবার বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান।
আবদুল লতিফ সিদ্দীকি বলেন, বিএনপি জনগণকে স্বীকার করে না। তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতে চায় না।’ তিনি বলেন, ‘সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কি ভাষায় কথা বলেছেন আপনারা সবাই শুনেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই সভাপতি মন্ডলীর সদস্য বলেন, সেই টেলিফোন সংলাপ প্রকাশ করায় মীর্জা ফখরুল ইসলাম বললেন সেটা না কি অনৈতিক হয়েছে। কই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে তার বন্ধুর সঙ্গে স্কাইপের কথপোকথন প্রকাশ করা হয়েছিল সেটা নিয়ে তো তিনি কোনো কথা বলেন নি।’ আবদুল লতিফ সিদ্দীকি বলেন, ‘খালেদা জিয়া আসলে তত্ত্বাবধায়কও চান না, নির্বাচনও চান না। তিনি আসলে যুদ্ধাপরাধীদের বিচার হতে দেবেন না। দেশে আবার জঙ্গিবাদ ফিরিয়ে আনতে চান।’ আবদুল লতিফ সিদ্দীকি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানান।
জনসভার প্রধানবক্তা ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র এএইচএ খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘বিএনপি ইতোমধ্যে জামায়াত-শিবিরের গর্তের মধ্যে ঢুকে গেছে। জামায়াত না বললে তারা নির্বাচনে আসতে পারবে না।
রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা, সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা প্রমুখ।----ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়