Monday, November 18

সংঘাত নিরসনে আলোচনা জরুরি : নিশা দেশাই

ঢাকা : দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, রাজনৈতিক সংঘাত নিরসনে আলোচনা জরুরি।বাংলাদেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য সংলাপ হতে হবে।

সোমবার বিকেলে গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
নিশা দেশাই বলেন, সংলাপ শুরুর ব্যাপারে প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীর উচিত তাঁদের মহাসচিবদের দায়িত্ব দেওয়া। তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তবে এই নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। অপর এক প্রশ্নের জবাবে নিশা দেশাই বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের ব্যাপারে ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

গত শনিবার নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশ সফরে আসেন। নতুন দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে নিশার প্রথম বাংলাদেশ সফর। আজ রাতে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়