ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশিয়ার অঞ্চলের সবচেয়ে বড় শত্রু দারিদ্র। এ থেকে মুক্তি পেতে আঞ্চলিক সহযেগিতার একান্ত প্রয়োজন বলেও মনে করেন তিনি।
শেখ হাসিনা বলেন, জনগণের সেবা করার জন্যই গাজীপুরে এই হাসপাতাল নির্মাণ করা হলো। এই হাসপাতালে সব ধরনের চিকিত্সার ব্যবস্থা থাকবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, হাসপাতালটিতে যত রকমের সহযোগিতা দরকার, সরকার তা করবে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন। সোমবার সকালে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল ও নার্সিং কলেজ উদ্বোধন শেষে সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়