Tuesday, October 8

উগ্রবাদের বিরুদ্ধে বিশ্বকে একযোগে কাজ করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ উগ্রবাদের বিরুদ্ধে বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি উগ্রবাদ, সহিংসতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের দেশগুলোর মধ্যে শলা-পরামর্শ করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠেছে উগ্রবাদ। ইরানে নিযুক্ত অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত ফ্রেডরিখ স্টিফটের সঙ্গে সাক্ষাতে এ সব কথা বলেছেন জারিফ।

এ ছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইনজ ফিশারের মধ্যে বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। রাজনীতি, অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে তেহরান-ভিয়েনা সম্পর্কের আরো বিকাশ ঘটবে বলেও আশা প্রকাশ করেন জারিফ।


বিশ্বের কোনো কোনো দেশ যে হুমকি ও নিষেধাজ্ঞার নীতি গ্রহণ করেছে তাকে অকার্যকর হিসেবে অভিহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী । একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু রাজনৈতিকভাবে সমাধানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের দেশগুলোকে ততপর হওয়ার আহ্বান জানান তিনি।

এ সাক্ষাতে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত স্টিফট নিউ ইয়র্কে ড. রুহানি এবং ফিশারের বৈঠকের প্রশংসা করেন। এ ছাড়া, তেহরান-ভিয়েনা সম্পর্ক আরো এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়