Tuesday, October 8

বর্বর সন্ত্রাসীরা থামছে না; ইরাকে ধারাবাহিক হামলায় ৪০ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক: ইরাকজুড়ে ধারাবাহিক বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও অপর ৮০ জনের বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে রাজধানী বাগদাদেই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।

সোমবার বাগদাদে ধারাবাহিক গাড়িবোমা বিস্ফোরণে ৩০ জন নিহত ও অপর প্রায় ৭০ জন আহত হয়। পুলিশ বলেছে, বাগদাদের অন্তত সাতটি এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে বোমা হামলা চালানো হয়েছে। এ ছাড়া, সোমবার দিনের শুরুতে ফালুজা ও বাকুবাসহ আরো কয়েকটি শহরে সন্ত্রাসী হামলায় ১২ জন নিহ ও অপর প্রায় ১৫  জন আহত হয়। ইরাকে গত শনি ও রোববারের সন্ত্রাসী হমালায় ১০৫ ব্যক্তি নিহত হওয়ার পর সোমাবার নতুন করে এসব পাশবিক হামলা হলো। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়