Monday, October 7

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে।

সোমবার বিকেলে রাজধানীর বিজয় নগর হোটেল একাত্তরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ অভিযোগ করেন। সভায় সভাপতিত্ব্ করেন হাবিব উন নবী খান সোহেল।

তিনি বলেন, নিজেদের মধ্যে আর কোনো দ্বিধা-দ্বন্দ্ব নয়। সব ভুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হতে চলেছে, তাতে সবাইকে মাঠে নামতে হবে। দেশকে বাঁচাতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে।

এ সরকারকে বিদায় করার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরে একজোট হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়