Monday, October 7

দেশে অশান্তি সৃষ্টি করাই বিএনপি-জামাতের কাজ : প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অশান্তি সৃষ্টি করাই বিএনপি-জামাতের কাজ। এদের থেকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

সোমবার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা এসব কথা বলেন।
আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের মতামত নেওয়ার ধারাবাহিক আয়োজনে এবার ঠাঁকুরগাও, কক্সবাজার, বাগেরহাট, গাইবান্ধা, ফেনী, সিরাজগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নেতারা যোগ দেন।

তৃণমূল নেতাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে সরকারের ৫ বছরের সফলতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর যেসব ক্ষেত্রে সফল হওয়া যায়নি, তা শেষ করতে আবারো জনগণের কাছে যেতে নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

২০০১ এর নির্বাচন পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর বিএনপি-জামাত সরকারের অত্যাচার হয়রানি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আবারো দেশের উন্নয়নের ধারা থেমে যাবে। হেফাজতের ফতোয়ার কারণে নারীদের ঘরে বন্দী করে দেশ অন্ধকারে ঠেলে দেয়া হবে।

এ সময় ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আবারো জনগণের কাছে সমর্থন চান আওয়ামী লীগ সভানেত্রী। পাশাপাশি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়