Tuesday, October 8

দেশ এখন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে : ব্যারিস্টার রফিক


ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, যে পদ্ধতিতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি ২০১৩ সালে বিএনপিও রুখে দাঁড়াবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকটে পঞ্চম সংশোধনী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, শেয়ার বাজার, হলমার্ক ও পদ্মাসেতু দুর্নীতি করে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছেন। দেশের অস্তিত্ব রক্ষার জন্য জনগণের সরকার দিতে হবে। ---ডিনিউজ

রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির কারণে দেশ এখন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। 

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর চুন্নুর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন, যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়