Tuesday, October 8

নান্দাইলে দুর্গা প্রতিমা ভাংচুর


নান্দাইল (ময়মনসিংহ):  ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের সাভার বর্ম্মন পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে সোমবার রাতে দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার সংখ্যা লঘু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। 
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, ওই মন্দিরে সোমবার গভীর রাত পর্যন্ত মূর্তির কারিগররা কাজ করে  চলে যায়। রাতে পূজা কমিটির সভাপতি নিরঞ্জন চন্দ্র বর্ম্মনের বাড়ির বসত ঘরের বারান্দায় রক্ষিত কাপড় চোপড়  ও একটি ত্রিপল একত্রিত করে তাতে  কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়।  টের পেয়ে বাড়ির লোকজন আগুন নেভায়। পরবর্তীতে পাশের বাড়ির জনৈক আবু সাঈদের খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে সেটিও লোকজন নেভায়। গতকাল মঙ্গলবার সকালে লোকজন মন্দিরে গিয়ে দেখতে পায় স্বরস্বতী মূর্তির দুই হাত ভাঙা এবং মাথা ভেঙ্গে নিচে পড়ে রয়েছে। 
খবর পেয়ে এলাকার লোকজন ও পুলিশ ঘটনা স্থলে যায় । এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘু  সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। 
নান্দাইল মডেল থানার অফিসার ইন চার্জ খন্দকার জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়