Tuesday, October 8

বিএনপি ক্ষমতায় আসা মানেই জঙ্গিবাদের উত্থান: প্রধানমন্ত্রী

ঝিনাইদহ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই জঙ্গিবাদের উত্থান। তাই দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন।'

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দিন।"আমার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। আমি আমার পিতা-মাতা, ভাই-বোন সব হারিয়েছি। এখন শুধু আপনাদের সেবা করতে চাই।"

শেখ হাসিনা বলেন, "অতীতে আওয়ামী লীগকে যে ভাবে ভোট দিয়েছেন, এবারও একই ভাবে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।"

প্রধান বিরোধীদল বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি ক্ষমতায় আসা মানেই দুর্নীতি। তারা জনগণের মুখের গ্রাস কেড়ে নেয়।"

এর আগে দুপুর ২টায় হেলিকপ্টারে ঝিনাইদহ ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এরপর ১৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়