Tuesday, October 29

রাজশাহীতে যুবদল কর্মীকে কুপিয়ে জখম : আটক ৪


রাজশাহী: রাজশাহী নগরীতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে সিজার (২৮) নামে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মচারি ও য্বুদল কর্মী সিজারকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহত সিজার নগরীর তেরখাদিয়া এলাকার আসমত আলীর ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর নতুন বিলশিমলা বন্ধগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই উত্তম কুৃমার সাহা জানান, সিজারের তার মাথা ও ডান পায়ের উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তবে বর্তমানে তিনি আশংকামুক্ত।
রাসিক’র ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুটুল জানান, সকাল সোয়া ১০টার দিকে নগরীর বন্ধগেইট এলাকায় স্থানীয় সন্ত্রাসী মিলনের নেতৃত্বে ৩-৪ জনের একটি দল সিজারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। তিনি বলেন, ডিস ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ডিস ব্যবসায়ী আল মামুনের সাথে সিজারের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সকালে আল মামুনের লোকজন সিজারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়