কুমিল্লা: কুমিল্লায় হরতালের দ্বিতীয় দিনে সহিংসতার ঘটনায় কোতয়ালী মডেল থানা ও দেবীদ্বার থানায় গতকাল মঙ্গলবার পৃথক ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। এতে ১২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৬’শ জনকে আসামী করা হয়।
সোমবারের হরতালে দেবীদ্বারে পুলিশের গাড়ী ভাংচুর ও সরকারী কাজে বাধাঁ প্রদানের অভিযোগে করা মামলায় ৭৯জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৪’শ জনকে আসামী করা হয়। এতে সোমবার রাতে ৫ জনকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।
এছাড়াও সোমবার নগরীর কান্দিরপাড় রামঘাটলা ও চকবাজারের সংঘর্ষের ঘটনায় ১৮ দলীয় জোট নেতাকর্মীদের বিরুদ্ধে ২ টি করে ৪টি মামলা হয়েছে। এতে ৫০ জনের নাম উল্লেখ করে আরো ২শ থেকে আড়াইশ জন অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে। এ মামলায় সোমবারের আটক ৯ জনকে আসামী দেখানো হয়েছে। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়