Tuesday, October 8

পরশুরামে বিএনপির বহিস্কৃত নেতার অফিসে ককটেল বিষ্ফোরণ


ফেনী: ফেনীর পরশুরাম উপজেলা বিএনপির বহি®কৃত সভাপতি আবু তালেব ওরপে বড় তালেবের অফিসে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে। গত সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। 
জানা গেছে, বড় তালেবের সমর্থক তাফসির হোসাইন ইথার সোমবার রাত সাড়ে ৮টায় পরশুরাম উত্তর বাজারের খন্দকীয়া ব্রীজের নিকট গেলে ১০/১২ জন অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। তবে স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগে ইথারকে মারধর করা হয়। ইথার নিজেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দাবি করলেও উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল হক জানিয়েছেন, ইথার ছাত্রদলের কোন পদে নেই। ইথারকে মারধরের প্রতিবাদে রাত ৯টার দিকে সলিয়া নামক স্থানে ফেনী-পরশুরাম মহাসড়ক অবরোধ করে তার সহযোগীরা। 
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিহাত মজুমদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শাহ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তাদের সাথে যোগ দেন। পরশুরাম থানার ওসি আলী আশরাফ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এর আগে পরশুরাম উত্তর বাজারে উপজেলা বিএনপির বহি®কৃত সভাপতি আবু তালেবের দোকানঘর কাম অফিসে একটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। খবর পেয়ে পরশুরাম থানার এএসআই আরিফ ও এএসআই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে অপর একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়