Sunday, October 6

সবার অংশগ্রহনে নির্বাচন হবে : যোগাযোগমন্ত্রী

ময়মনসিংহ: বিরোধীদলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার আহবান জানিয়ে ঢাকা- ময়মনসিংহ ৪ লেন কাজের পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় স্বার্থের উর্ধে উঠে জাতীয় স্বার্থে আসুন আমরা জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করি। তিনি বলেন, আমেরিকাতেও গণতন্ত্র আজ বিপন্ন। লক্ষ লক্ষ কর্মচারী বেকার হয়ে পরছে। আমেরিকায় দ্বি-দলীয় সংকীর্নতায় সরকার অচল হয়ে পরেছে। জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ পাধান্য পাচ্ছে। আমাদেরকেও ভাবতে হবে জাতী বড় না দল বড়। আগামীদিনে সবার গ্রহণযোগ্য নির্বাচন করবো। সবার অংশ গ্রহনে নির্বাচন হবে। বিদেশের মধ্যস্থতায় নয় নিজেদের মধ্যে আলোচনা করেই নির্বাচন হবে। নির্বাচনকালীন পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, যখন যে পরিস্থিতি হবে সরকার তখন সেটি সামাল দিবে। যোগাযোগমন্ত্রী ময়মনসিংহের বাইপাস মোড়ে বলেন, টানা বর্ষণের কারণে মেরামত করা রাস্তা ভেঙ্গে যাচ্ছে। সামনে ঈদ মানুষের কষ্ট বাড়বে সে জন্যই দেখতে আসলাম। সামনে আরো বৃষ্টি হলে মানুষ আরো নাজুক অবস্থায় পড়বে। ঈদের সামনে রাস্তায় কোরবানীর হাট বসে। পরিবহন চলে ধীর গতিতে। মানুষ যানজটে পড়ে।  ঈদের সামনে মহাসড়কের পাশে যেন হাট না বসে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, পশুর হাটে চাঁদাবাজী হয়। সরকারের মেয়াদের শেষ ঈদ। এক শ্রেণীর মানুষ সরকার দলীয় পরিচয়ে চাঁদাবাজী করে। বিরোধী দলীয় পরিচয়েও চাঁদাবাজী হয়। তারা ক্ষমতায় আসছি বলে হুমকি দেয়। রাস্তার যানজট নিয়ন্ত্রণে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ঈদ করে মানুষ যাতে স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে। রাস্তার কাজের প্রসংঙ্গে তিনি বলেন, বৃষ্টি হলে বিটুমিন উঠে যায়। বৃষ্টি কমলে পুরোদমে রাস্তার কাজ হবে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, আওয়ামী লীগ নেতা মো: আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়