Saturday, October 5

কানাইঘাটে সাংগঠনিক সফরে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:
 বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে যথাসময়ে উপজেলা পর্যায়ে সম্মেলন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসেবে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কানাইঘাটে সফর করেছেন। গত শুক্রবার রাত ৭টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে যুবলীগের সিলেট বিভাগীয় টিম লিডার কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কানাইঘাট উপাজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারাদেশে যুবলীগকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে সিলেটের বিভিন্ন উপজেলার পাশাপাশি আগামী ৩০ নভেম্বরের মধ্যে কানাইঘাট যুবলীগের সম্মেলন সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে পুনরায় বিজয়ী করার জন্য যুবলীগের সকল নেতাকর্মীকে চাওয়া পাওয়া ভুলে গিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের হুশিয়ার উচ্চারন করে বলেন আমাদের ভুলের জন্য বিএনপি জামায়াত জোট পুনরায় মতায় আসলে কেউ বাড়ীতে ঘুমাতে পারবে না। শেখ হাসিনার উন্নয়নের চিত্র সাধারন মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি। উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহসাধারণ সম্পাদক জহির উদ্দিন খছরু সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা যুবলীগ নেতা শেখ আজাদ মিয়া, শায়েস্তা তালুকদার, আব্দুল মতিন, নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আবু জাফর, কানাইঘাট থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মুমিন, জাহাঙ্গীর আলম রানা, শাহেদ আহমদ, শামীম আহমদ, আব্দুল্লাহ, আলমাছ উদ্দিন, রুবেল আহমদ প্রমুখ। কর্মীসভায় যুবলীগের নেতাকর্মীরা বর্তমান এম.পি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়