Wednesday, October 9

প্লেবয় মডেল যখন শিক্ষিকা

ঢাকা : স্কুল শিক্ষিকা হয়েছেন রগরগে প্লেবয় ম্যাগাজিনের মডেল। এ নিয়ে অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে। সেখানে টাউনভিউ ম্যাগনেট হাই স্কুলে স্প্যানিশ পড়ান শিক্ষিকা ক্রিস্টি নিকোল ডেউসি (২১)। কিন্তু এর আগে তিনি প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন। সেই কথা এখন সামনে চলে এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। গতকাল অনলাইন ডেইলি মেইল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে ৩ বছর আগে ক্রিস্টি নিকোল ছিলেন ১৮ বছরের তরুণী। ঠিক সেই সময় তিনি বিবসনা হয়ে দাঁড়িয়েছিলেন প্লেবয়ের ক্যামেরার সামনে। এখন ইন্টারনেটে তার নাম লিখে সার্স দিলেই ভেসে ওঠে নগ্ন ছবি। এসব ছবি দেখেছে তার ছাত্রছাত্রীরা। তার মধ্যে রয়েছে সামনে থেকে একেবারে নগ্ন ছবি। রয়েছে শীতকালীন একটি পোশাক পরা। রয়েছে অন্তর্বাস পরা ছবি। রয়েছে সমকামী দৃশ্যের ছবি। রয়েছে একটি ‘ন্যাকেড আউটডোর’ গ্যালারি। এ বিষয়ে এক অভিভাবক বলেছেন, তিনি প্লেবয়ে পোজ দিয়েছেন। এতে তার শিক্ষকতা করায় কোন বাধা হওয়ার কথা নয়। কিন্তু বিপত্তি দাঁড়িয়েছে যখন তার শিক্ষার্থীরা তার এ ছবি দেখেছে। আরেক অভিভাবক বলেন, তার শিক্ষার্থীদের বয়স ১৬, ১৭ বছর। তাদের সামনে ক্রিস্টি নিকোলের নগ্ন ছবি ভাবুন তো বিষয়টা। তবে তার স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়