Monday, October 21

বিভ্রান্তিতে জাতীয় পার্টির নেতা কর্মীরা

ঢাকা : বিভ্রান্তিতে পড়েছেন জাতীয় পার্টির নেতা কর্মীরা। এরশাদের একেক সময় একেক বক্তব্যে দলের নেতারাও ক্ষুদ্ধ ও বিরক্ত। কেউই জানে না, দলের গন্তব্য কোথায়! 
রবিবার সন্ধ্যা থেকে জাতীয় পার্টিকে নিয়ে আবারোও নতুন নাটকের সৃষ্টি হয়েছে। দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত মোতাবেক মহাজোট থেকে এরশাদের সরে আসার কথা। কিন্তু এরশাদ নাটকীয়ভাবে রোববার সন্ধ্যায় গণভবনে যান। 
সূত্রমতে, পাশ্ববর্তী একটি দেশের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে এরশাদ গণভবনে যান। সূত্রগুলো বলেছে, মহাজোট বিরোধী অবস্থানে থাকায় দলের সিনিয়র প্রেসিডিয়াম হওয়া সত্ত্বেও রওশন এরশাদ গণভবনে যাননি। রওশনকে গণভবনে নিতে এরশাদ দফায় দফায় দলেন নেতাদের দিয়ে ফোন করালেও রওশনের মন গলেনি। ফলে রওশন ছাড়াই এরশাদ গণভবনে যান। সূত্র বলেছে, মহাজোটে থাকার জন্য দলের সিনিয়র নেতাদের সংখ্যা ক্রমেই কমে আসছে। দলের এই গ্রুপে ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দীন আহমেদ বাবলু এবং মহাজোট সরকারের বানিজ্য মন্ত্রী জিএম কাদের ছাড়া কেউই আর দৃশ্যমান নয়। 
সূত্র আরো বলেছে, গণভবন থেকে বের হয়ে আসার পর টেলিভিশনে ব্রেকিং নিউজ থেকে নিউজ দেখে রওশন এরশাদকে ফোন দেন এবং মহাজোটে কেন থাকতে হবে, কি জন্য থাকতে হবে তার ব্যখ্যা চান। এরশাদ কৌশলী হয়ে উত্তর দিতেই দুজনের মধ্যে ফোনে প্রচন্ড বাকবিতন্ডা হয়। 
নাম প্রকাশ না করার শর্তে দলের একজন প্রেসিডিয়াম সদস্য ডিনিউজকে বলেছেন, এরশাদকে তার অবস্থান পরিষ্কার করতে রওশন সময় বেধে দিয়েছিলেন। নতুবা রওশন তার অনুসারীদের নিয়ে আজ সোমবার পদত্যাগ করতে চেয়েছিলেন। 
সূত্রমতে, রওশনসহ দলের বিশাল অংশকে ম্যানেজ করতেই এরশাদ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন নাটক করেন। সংবাদ সম্মেলনে এরশাদ দলীয়ভাবে পৃথক নির্বাচনের ঘোষণা দেন। এই সম্মেলনে এরশাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের রোববারের বৈঠকের পর সাংবাদিকদের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন। এরশাদের এহেন বক্তব্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা রীতিমত বিস্মিত। জোটের স্বার্থে কিংবা এরশাদকে আবারো লাগতে পারে এ কারনে আওয়ামী লীগ কঠোর সমালোচনা থেকে বিরত আছে। অন্যদিকে, প্রতি মূহুর্তে ঘুর্ণায়মান রাজনীতিতে বিএনপিও এরশাদকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান।
এই অবস্থায় দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তণে বেকায়দায় পড়েছেন জাতীয় পার্টির নেতারা।--ডিনিউজ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়