Thursday, October 24

গোয়েন্দাবৃত্তির ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

ঢাকা : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মোবাইল ফোনে আড়ি পাতার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে বার্লিন।

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ইমারসনের সঙ্গে কথা বলবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্তারভেলে। গোয়েন্দাবৃত্তির এ ঘটনাকে বন্ধু রাষ্ট্র আমেরিকার অপ্রত্যাশিত পদক্ষেপ বলে উল্লেখ করেছে জার্মানি।

এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের মর্যাদা ম্লান হয়েছে উল্লেখ করে বার্লিন জানায়, আমেরিকার কাছ থেকে এর ‘সুস্পষ্ট ও সম্পূর্ণ ব্যাখ্যা’ চেয়েছেন চ্যান্সেলর মার্কেল।

এছাড়া, গতকাল (বুধবার) স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও কথা বলেছেন অ্যাঙ্গেলা মার্কেল।

তবে, প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, আমেরিকা তার ফোন কলের ওপর গোয়েন্দাগিরি করেনি এবং ভবিষ্যতেও করবে না। প্রেসিডেন্ট ওবামার এ মন্তব্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইইউ নেতারা। সংস্থার শীর্ষস্থানীয় এক নেতা বলেন ‘যথেষ্ট হয়েছে’। ইইউ'র বৈঠকে ইউরোপের ডিজিটাল ইকোনমি, অর্থনৈতিক সংস্কার ও পুনরুদ্ধারের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়