ঢাকা : কুড়িল, মগবাজার ফ্লাইওভার ও মুগদা হাসপাতাল প্রকল্প বিএনপি সরকারের দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, ‘বিগত সরকারের প্রতিটি কাজ এই সরকার হাইজ্যাক করেছে। হাইজ্যাক করা প্রকল্প উদ্বোধন করলেই সেটা নিজেদের হয়ে যায় না। ক্ষমতাসীনদের এমন দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খোকা বলেন, ‘বেশকিছু দিন ধরে আমরা দেখছি- শেখ হাসিনার মধ্যে উদ্বোধন আর ভিত্তিস্থাপন রোগ দেখা দিয়েছে। একটি অসমাপ্ত কাজ উদ্বোধন করাটা কতটা সমীচীন? এটা কী কোন দায়িত্বশীল সরকারের কাজ।’
তিনি দাবি করে বলেন, ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারটির প্রকল্প বিএনপি সরকার গ্রহণ করেছিল। আমাদের সরকার এই প্রকল্পের ৪০ ভাগ সমাপ্ত করেছিল। আমাদের নেত্রী ২০০৬ সালের ৪ জুন প্রকল্পটির ভিত্তিস্থাপন করেন। কিন্তু সরকার সেই ভিত্তিফলক পর্যন্ত ভেঙে ফেলেছে।’
খোকা বলেন, ‘ঢাকা শহরের দৃশমান যত উন্নয়ন, সে সবের শতভাগ দাবিদার বিএনপি সরকার। আমার জানা মতে, বর্তমান সরকার কোনো উন্নয়নকাজই হাতে নেয়নি। তারা ঢাকার দিকে নজরই দেয়নি। নিশ্চিয়ই আগামী দিনে ঢাকাবাসী সরকারকে এর জবাব দিবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার প্রমুখ।---ডিনিউজ
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খোকা বলেন, ‘বেশকিছু দিন ধরে আমরা দেখছি- শেখ হাসিনার মধ্যে উদ্বোধন আর ভিত্তিস্থাপন রোগ দেখা দিয়েছে। একটি অসমাপ্ত কাজ উদ্বোধন করাটা কতটা সমীচীন? এটা কী কোন দায়িত্বশীল সরকারের কাজ।’
তিনি দাবি করে বলেন, ‘যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারটির প্রকল্প বিএনপি সরকার গ্রহণ করেছিল। আমাদের সরকার এই প্রকল্পের ৪০ ভাগ সমাপ্ত করেছিল। আমাদের নেত্রী ২০০৬ সালের ৪ জুন প্রকল্পটির ভিত্তিস্থাপন করেন। কিন্তু সরকার সেই ভিত্তিফলক পর্যন্ত ভেঙে ফেলেছে।’
খোকা বলেন, ‘ঢাকা শহরের দৃশমান যত উন্নয়ন, সে সবের শতভাগ দাবিদার বিএনপি সরকার। আমার জানা মতে, বর্তমান সরকার কোনো উন্নয়নকাজই হাতে নেয়নি। তারা ঢাকার দিকে নজরই দেয়নি। নিশ্চিয়ই আগামী দিনে ঢাকাবাসী সরকারকে এর জবাব দিবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়