Saturday, October 12

তাজমহল কেন্দ্রিক বিপাকে মিস ইউনিভার্স

ঢাকা : প্রথম বারের মতো ভারত সফরে এসে বিপাকে পড়েছেন মিস ইউনিভার্স ওলিভিয়া ফ্রান্সেস কালপো এবং তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটি জুতোর বিজ্ঞাপন করতে গিয়ে তারা তাজমহলের অসম্মান করেছেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইনডিয়া (এএসআই) একটি মামলাও করেছে। তাজমহলের তত্ত্বাবধায়ক মুনাজ্জার আলি বলেছেন, মিস ইউনিভার্স এবং তার সঙ্গীদের বিরুদ্ধে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছি। সঙ্গে প্রমাণ হিসেবে তাদের ছবিও দেয়া হয়েছে। তার ব্যাগে বহন করা স্যান্ডেলটি তিনি ডায়ানার সিটে রেখে ছবি তুলেছেন। এ ধরনের কাজে এএসআই-এর অনুমতি নেই। এর মাধ্যমে অসম্মান প্রদর্শিত হয়েছে। ১৯৯২ সালে তাজ পরিদর্শনকারী অকালপ্রয়াত ডায়ানার নামে তাজের কেন্দ্রস্থলের পুকুরের একটি মার্বেল বেঞ্চের নাম রাখা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মিস ইউনিভার্স এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ বিষয়টি উপেক্ষা করার জন্য পুলিশের ওপর চাপ ছিল। কিন্তু গণমাধ্যমের চাপ এবং পর্যটন শিল্পের চাপের কারণে তারা আনুষ্ঠানিক ভাবে মামলাটি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। ২১ বছর বয়সী মিস ইউনিভার্স এবং তার সহযোগীরা রোববার তাজমহল পরিদর্শন করেন। একজন টুরিস্ট গাইড বলেছেন নতুন একজোড়া স্যান্ডেল পরে ছবি তোলার বিষয়টি তাৎক্ষণিক কোন পরিকল্পনা ছিল নাকি বাণিজ্যিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল সেটা তাৎক্ষণিক ভাবে বোঝা যায়নি। যে কোন ভাবে সমস্যার সমাধান না করে এএসআই, পুলিশ মিলে এখন একে অপরকে দোষারোপ করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়