Sunday, September 8

প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব নিতে জারদারির আগ্রহ নেই

ঢাকা : পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারির পাঁচ বছরের মেয়াদ আজ ৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব নিতে তার আপাতত কোন আগ্রহ নেই। শনিবার পাকিস্তানের জিও টিভি এ খবর জানিয়েছে।

জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নিতে তৈরী আছেন। এক সাক্ষাতকারে তিনি বলেন, আমার দৃষ্টিতে প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে পার্টি পরিচালনা করা অধিক গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারির স্থলাভিষিক্ত হচ্ছেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) মনোনীত প্রার্থী সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর মামনুন হোসাইন। গত জুলাই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হোসাইনের পক্ষে পার্লামেন্ট ও সিনেটে অধিকাংশ ভোট পান।---ডিনিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়