Saturday, September 7

জোড়ালো পদক্ষেপের অভাবে সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না : মির্জা ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে বারবার সংবিধান পরিবর্তন করেছে। এবার জণগণের দাবিতে সংবিধান পরিবর্তন করতে হবে।

শনিবার দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত 'গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সীমান্তে হত্যা সম্পর্কে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ না নেয়ার কারণেই সীমান্তে ফেলানীদের বন্ধ হচ্ছে না এবং হবেও না। কারণ সরকার সবসময় নতজানু অবস্থায় চলে।

সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ সদস্যদের নির্দোষ ঘোষণার সমালোচনা করে ফখরুল বলেন, 'ভারতের জন্য এটা ঠিকই আছে। কিন্তু দুঃখের বিষয়, এ হত্যা বন্ধে সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। তাই এটা বন্ধ হচ্ছে না এবং হবেও না। অথচ এটা সম্পূর্ণ বেআইনি। আগে ফিলিস্তিন ও ইসরাইল সীমান্তে এই ধরনের হত্যার ঘটনা ঘটলেও এখন শুধু বাংলাদেশ ও ভারত সীমান্তে এটা চলছে।'---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়