Tuesday, September 24

লালমোহনে মিনা দিবস পালিত

লালমোহন(ভোলা): লালমোহনে মিনা দিবস পালিত হয়েছে। ইউনিসেফ এর অর্থায়নে ও কোস্ট ট্রাস্ট বাস্তবায়নে লালমোহন ইউনিয়নে মিনা দিবস পালন হয়। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মিনা দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের মধ্যে মিনা দিবসের গুরুত্ব ও সমাজ সচেতনতা মূলক বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষভাবে পরিবারের ছেলে মেয়েদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ সম্পর্কে সভায় গুরুত্বারোপ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাগিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান, কোস্ট ট্রাস্টের লালমোহন উপজেলা ম্যানেজার আব্দুল হক আব্বাছ, ইউনিয়ন সমন্বয়কারী মনজুর মোর্শেদ, কোস্ট ট্রাস্টের সিফরডি প্রজেক্টের ওয়ার্ড প্রমোটর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে মিনা দিবস লালমোহনের অন্যান্য ইউনিয়নেও পালিত হয়। কোস্ট ট্রাস্টের সিফরডি প্রকল্পের আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়