Tuesday, August 13

ইসলামাবাদ সফরে জাতিসংঘ মহাসচিব; পাক-ভারত আলোচনার আহ্বান

ঢাকা : কাশ্মির ইস্যু নিয়ে পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

আজ মঙ্গলবার দু’দিনের সফরে পাকিস্তান পৌঁছে এ আহ্বান জানান তিনি। দু’দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার আশাও ব্যক্ত করেন বান কি মুন।

জম্মু-কাশ্মির ইস্যুতে যখন দু’দেশের সীমান্ত অঞ্চলে ভারী অস্ত্র-শস্ত্র ও সেনা মোতায়েন করা হয়েছে তখন আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসন ও সমস্যা সমাধানের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, “আমি আশা করি দু’দেশের নেতারা গঠনমূলক আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ নেবেন।”

পাকিস্তানে অব্যাহত মার্কিন ড্রোন হামলারও নিন্দা জানান বান কি মুন। তিনি জোর দিয়ে বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ড্রোন হামলায় অব্যাহত মানুষ নিহতের ঘটনায় বিভিন্ন সময় জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

আমেরিকার নাম উল্লেখ না করে বান কি মুন পাইলটবিহীন বিমানগুলোকে আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালনার আহ্বান জানান।

সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত করবেন বান কি মুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়