Tuesday, July 16

কানাইঘাটে দু'পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-১০

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউপির তিনচট্টি নয়াগ্রামে গত রোববার রাতে দু’টি বাঁশ (ফালো) চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে জামাল উদ্দিন (৫০) নামে এক সৌদী প্রবাসী নিহত এবং উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে গ্রামের খলিলুর রহমানের পুত্র মস্তাক আহমদ (২২) এর একটি মাছ চাষের খাল থেকে প্রতিবেশি সামছুদ্দিন দু’টি বাঁশের ফালো তুলে নিয়ে তার শিম ঝাড়ে লাগান। মস্তাক আহমদ তার ফালো ফেরত চাইলে গত শনিবার এ নিয়ে শামছুদ্দিন মস্তাক আহমদকে মারধর করলে সেও পাল্টা শামছুদ্দিনকে মারধর করে। এর জের ধরে গত রবিবার মস্তাক আহমদ স্থানীয় গাছবাড়ী বাজারে গেলে সামছুদ্দিন ও তার ভাইয়ের তাঁকে মারধরের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে গ্রামের সুরমা ডাইকে দু’পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সামছুদ্দিনের ভাই সৌদি প্রবাসী জামাল উদ্দিনসহ ১০জন আহত হন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে গুরুতর আহত জামাল উদ্দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান। খবর পেয়ে কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল চৌধুরী ঘটনাস্থল গতকাল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে রমজান মাসের শুরুতেই কানাইঘাটের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনা নিয়ে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যে গত রবিবার উপজেলার বাউরভাগ গ্রামে দু’পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ১২জন গুরুতর আহত হয়েছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়