নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা সমবায় অফিসের টিনের চালা বেয়ে বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে অফিসের সরকারী ফাইলপত্র, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী। প্রায় দু’বছর যাবৎ সমবায় অফিসের এরূপ জরাজীর্ণ অবস্থা চলে আসছে। কার্যালয়ের বারান্দার টিনের চালাটি ভেঙ্গে গিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এব্যপারে সমবায় অফিসার জামাল উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, কার্যালয়ের যাবতীয় সমস্যার কথা পর পর দু’বার মাসিক সমন্বয় সভায় তুলে ধরা হয়েছে। কিন্তু এখনও কার্যালয়টি মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বৃষ্টির পানি থেকে রা করতে ফাইলপত্র কম্পিউটার প্রভৃতি পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে অফিসে বসে কাজ করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, ২০১২-১৩ অর্থ বছরে উপজেলার বিভিন্ন কার্যালয় মেরামত, পেইনটিং, হোয়াইট ওয়াশ এবং টাইলস ফিটিংয়ের জন্য ১৩ল টাকা বরাদ্ধ করা হলেও সমবায় অফিসের ঝুলে পড়া ঝুকিপূর্ণ টিনের চালাটি মেরামত করা হয় নি। জরুরী ভিত্তিতে অফিস ঘরের টিনের চালা এবং বারান্দার ঝুলে পড়া টিনের চালাটি মেরামত করা না হলে যে কোন সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়