Tuesday, July 16

সেপ্টেম্বরে চালু যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সেপ্টেম্বরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় যাত্রাবাড়ী সড়ক পরিদর্শন এবং ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, মূলত ফ্লাইওভার হলো সিটি করপোরেশন এবং স্থানীয় সরকারের আওতাধীন। ফ্লাইওভার নির্মাণের কারণে যাত্রীদের ভোগান্তির বিষয়টিতে সার্বক্ষণিক আমার নজরদারি রয়েছে।

ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে যাত্রীদের ভোগান্তি কমেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি বিষয়গুলো নিয়ে ঢাকা সিটি করপোরেশনের(ডিসিসি দক্ষিণ) সঙ্গে বসি। এ সময় তাদেরকে যান চলাচলের বিষয়ে আরো মনোযোগী হতে বলি। পাশাপাশি ট্রাফিক পুলিশকে আরো কঠোরভাবে কাজ করতে বলায় চলতি সপ্তাহে এই উন্নতি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়