ঢাকা: সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের দাবিতে চলমান আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে জামায়াত-শিবিরের চক্রান্ত দাবি করে শিবিরের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা বাতিলের চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশকে কেন্দ্র করে জামায়াত-শিবির-বিএনপি আবারো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। অতীতেও তারা কোটা বাতিলের জন্য নানামূখী ষড়যন্ত্র-চক্রান্ত করেছিলো, এখনো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্র ধারাবাহিকভাবে তা অব্যহত রেখেছে।
বক্তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকের কিছু সুবিধাভোগী আমলাদের ইন্ধনে শিবির কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে কোটা বাতিলের জন্য আন্দোলন শুরু করে। পরবর্তীতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আন্দোলনের ফলে পিছু হটতে বাধ্য হয় শিবির কর্মীরা।
এ সময় স্পেশাল বিসিএস’র সকল ক্যাডারভূক্ত পদে কোটা পূরণের দাবি জানান বক্তারা।
মানবন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য হাসিবুল প্রমূখ উপস্থিত ছিলেন।---ডিনিউজ
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা বাতিলের চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশকে কেন্দ্র করে জামায়াত-শিবির-বিএনপি আবারো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। অতীতেও তারা কোটা বাতিলের জন্য নানামূখী ষড়যন্ত্র-চক্রান্ত করেছিলো, এখনো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্র ধারাবাহিকভাবে তা অব্যহত রেখেছে।
বক্তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকের কিছু সুবিধাভোগী আমলাদের ইন্ধনে শিবির কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে কোটা বাতিলের জন্য আন্দোলন শুরু করে। পরবর্তীতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আন্দোলনের ফলে পিছু হটতে বাধ্য হয় শিবির কর্মীরা।
এ সময় স্পেশাল বিসিএস’র সকল ক্যাডারভূক্ত পদে কোটা পূরণের দাবি জানান বক্তারা।
মানবন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য হাসিবুল প্রমূখ উপস্থিত ছিলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়