বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক এম.পি অধ্য মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন এ জালেম সরকারের আমলে আজ গণদাবীগুলো বার বার পদদলিত হচ্ছে। জন আখাংকা সৈরাচারী শক্তির ভোটের নিচে পৃষ্ট হচ্ছে মজলুম মানুষ। এর কারণ একটাই দুর্নীতিবাজ ক্ষমতাসীনরা তাদের মতা আকড়ে ধরার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ বেঁচে নিয়েছে। এমতাবস্থায় সকল দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধের বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে ঈমানী চেতনা নিয়ে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে। অধ্য মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী আজ বুধবার বিকেল ৫টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দাবী করে বলেন মিথ্যা মামলা দিয়ে বেশীদিন কাউকে কারাগারে আটকে রাখা যায় না। উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওঃ শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারী সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপজেলা বিএনপির সভাপতি এম.এ.লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নুরুল ইসলাম, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি মাসুক আহমদ, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওঃ আলিম উদ্দিন, মাওঃ আলী আহমদ, মাওঃ হুদুর রহমান, মাওঃ দেলোওয়ার হোসেন, শিবির নেতা সেলিম উদ্দিন, শাকির আহমদ, জুবায়ের আহমদ ইউসুফ, মাসুক আহমদ জুবায়ের, আবু বক্কর, পাবেল, সুমন প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়