Thursday, August 1

কানাইঘাটে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট থানা পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামের আজিজুল হকের বাড়ীতে হানা দিয়ে ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই টিপু সুলতান মঙ্গলবার রাত ১১টার দিকে আজিজুল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ১২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা টিপু সুলতান মাদক উদ্ধারের ঘটনার সাথে আজিজুল হকের পুত্র কালাম উদ্দিন (৩০)কে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। থানার মামলা নং-৩৪, তাং-৩১/০৭/১৩ইং। প্রসঙ্গত যে, ঈদকে সামনে রেখে কানাইঘাটের সীমান্ত এলাকায় সম্প্রতি চোরাচালান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সীমান্তরী বিজিবি জোয়ানদের চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে বিভিন্ন ব্রান্ডের মাদকদ্রব্য ও ফেনসিডিলের চালান কানাইঘাটে নিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়