Sunday, July 28

কানাইঘাটে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
 সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল গফ্ফার চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহালের দাবীতে এবং এ জালেম সরকারের বিরুদ্ধে রমজান শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম শুরু হবে তা সিলেট থেকে সূচনা করতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তিনি এম. ইলিয়াস আলীর গুমের বিষয়টি উলেখ করে বলেন, তার দৃঢ় দেশপ্রেমের কারনে বাকশালী সরকার তাকে গুম করে রেখেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেতা ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে আনা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারন করেন। এডভোকেট আব্দুল গফ্ফার আজ রবিবার বিকেল ৫টায় ইউনিক কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসীম উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির কোষাধ্য ফখরুজ্জামান চৌধুরী ফারুক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, উপজেলা বিএনপির সহসভাপতি আহমদ সিদ্দিকী দুদু মিয়া, ডাঃ আবু শহিদ, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, ১৮দলীয় জোটের উপজেলা শাখার সচিব মাওঃ মুফতি এবাদুর রহমান, জমিয়তে উলামা ইসলামের সভাপতি মাওঃ ফজলুর রহমান, খেলাফত মজলিশের সভাপতি মাওঃ খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওঃ হিফজুর রহমান। বক্তব্য রাখেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক, বিএনপি নেতা ডাঃ ইয়াকুব আলী, যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাজিম উদ্দিন, পৌর শাখার আহ্বায়ক মিজানুর রহমান, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, জেলা ছাত্রদল নেতা আবুল বাশার, ছাত্রদল নেতা রুহুল আম্বিয়া, দেলোওয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফ্ফার আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট-জকিগঞ্জ আসনে ১৮দলীয় জোটের প্রার্থী হিসাবে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের নাম ঘোষণা করে তার নেতৃত্বে কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে উপজেলা ১৮দলীয় জোটের নেতাদের সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ গোলাম মহি উদ্দিন ইকরাম এক সৌজন্য সাাতে মিলিত হন। তিনি আলামা শফির নেতৃত্বে ঈমান বাঁচাও আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়