Sunday, July 28

কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটে সাতবাঁক ইউপির চড়িপাড়া মাঝরডি নতুন জামে মসজিদের জায়গার বিরোধ নিয়ে আজ রবিবার গ্রামের একটি পরিবারের সাথে পঞ্চায়েত ভুক্ত বেশ কয়েকটি পরিবার মধ্যে সংঘর্ষে উভয় পরে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গ্রামের দরিদ্র মৃত আবু সিদ্দেক জীবিত থাকা অবস্থায় কয়েক বছর পূর্বে মাজরডি মসজিদের জন্য ৩ শতক জমি দান করেন। উক্ত মসজিদের পাশে আবু সিদ্দেকের পৈত্রিক আরো ২ শতক জমি মসজিদের দাবী করে করে আসছিলেন। গ্রামের পঞ্চায়েত জহির উদ্দিন ও মসজিদের মুতল্লি জলাল উদ্দিন। কয়েকদিন পূর্বে মসজিদের পার্শ্ববর্তী সরকারী রাস্তার পাশে একটি টিউবয়েল বসানোকে কেন্দ্র করে আবু সিদ্দেকের পুত্র জলালুর রহমান গংদের সাথে পঞ্চায়েত জহির উদ্দিন গংদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে উভয় পরে মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আজ রবিবার ভোর ৫টায় উভয় প সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত অবস্থায় আলিম উদ্দিন (৪৫), সিরাজ উদ্দিন (৫৫), আব্দুল ওকিল (৪০), মুশাহিদ আলী (৩৪), আলা উদ্দিন (৬৫), নুর উদ্দিন (৪২), জাকারিয়া (২৬), বিলাল উদ্দিন (৪৫), হাবিবুর রহমান (২৮) কে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মধ্যে আব্দুল লতিফ (৫৫), নুর আহমদ (৩৫), আছদ্দর (৫০) কে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফয়জুর রহমান (৩৫), কামরুল (১৬) ও ফখর উদ্দিন কে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়