Sunday, July 28

সিরিজ নিশ্চিত করার প্রত্যয় ভারতের

দুরন্ত ফর্মে থাকা ভারত রোববারই সিরিজ নিশ্চিত করতে চাইছে জিম্বাবুয়ের সাথে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এরইমধ্যে তারা এগিয়ে আছে ২-০তে।
প্রথম দুই ম্যাচের মতো রোববারও দুর্বল জিম্বাবুয়ের উপর প্রভাব বিস্তার করে জয়ের আশা করছে ভারত। ভারতের তরুণ ব্যাটসম্যানদের মোহনীয় ব্যাটিংয়ে ভারত জয় পেয়ে যাবে বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। তবে সর্বশেষ দুই ম্যাচেই জিম্বাবুয়ের দুইশ’র বেশি করে রান করা কিছুটা দুশ্চিন্তায় রাখছে ভারতীয়দের। তারা মনে করছে বোলিংয়ে আরো উন্নতি করতে হবে কোহলির দলের।
শেষ দুই ম্যাচে ১৮ ওভার বোলিং করে ১০৬ রান দিয়েছেন পেসার বিনয় কুমার। যা ওয়ানডের জন্য বেশ খরুচে বোলিং। উইকেটও পেয়েছেন মাত্র একটি। দলে নতুন আসা পেসার মোহাম্মাদ সামিও বলার মতো পারফর্ম করতে পারছেন না। ফলে নিশ্চিতভাবেই ভারতীয় দল প্রতিষ্ঠিত ও নিয়মিত বোলারদের মিস করছে। ভারতীয় দলে ভালো বোলিং করছেন কেবল পেসার জয়দেব উনাদকাত। সুতরাং এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দলের বোলারদের অবশ্যই ভালো করতে হবে।
চলমান সফরে কন্ডিশন বা প্রতিপক্ষ, কোনোটিই ভারতের জন্য তেমন কঠিন নয়। তারপরও ভারত চাইছে ভালো পারফর্মেন্সের মাধ্যমে দলের আত্মবিশ্বাসের পারদ উর্ধ্বমুখী রাখতে। যেটি দলের নতুন সদস্যদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ।
বোলিংয়ের মতো দুশ্চিন্তা নেই ভারতের ব্যাটিং নিয়ে। অবশ্য গত কয়েক দশক ধরেই এমন অবস্থা ভারতীয় ক্রিকেটের। চলমান সিরিজেও তা অব্যাহত আছে। দুই ম্যাচে দু’টি সেঞ্চুরি করে চিরাচরিত ধারা ধরে রেখেছেন ভারতের ভবিষ্যৎ অধিনায়ক বলে গণ্য করা বিরাট কোহলি ও ভারতীয় ব্যাটিংয়ের নতুন বিজ্ঞাপন শেখর ধাওয়ান। ব্যাটিংয়ে ভালো করছেন আম্বাতি রাইদু ও দিনেশ কার্তিকও। উভয়েই একটি হাফ সেঞ্চুরি করেছেন চলমান সিরিজে। তবে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি সম্প্রতি টেস্ট না খেলে সর্বাধিক ওয়ানডে খেলার রেকর্ড করা রহিত শর্মা ও সুরেশ রায়না। রোববারের ম্যাচে ভারত সমর্থকদের এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের রানে ফেরার প্রত্যাশা থাকবে।
বাংলাদেশ সময় দুপুর ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়