ঢাকা : ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি।
তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডি.পি. শ্রীবাস্তব ইরানের শ্রম, সমবায়, সমাজকল্যাণ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-মন্ত্রী মোহাম্মাদ তাকি হোসেইনি'র সঙ্গে এক সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।
শ্রীবাস্তব বলেন, ২০১২ সালে ইরান ভারত থেকে রুপির বিনিময়ে ৪৩০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ডলারে পণ্য বিনিময়ে অসুবিধা হওয়ায় দু'দেশ রুপিতে এ কেনাবেচা করেছে।
ভারতীয় রাষ্ট্রদূতের অনুরোধে অনুষ্ঠিত এ সাক্ষাতে তেহরান ও নয়াদিল্লি বিভিন্ন খাতে এ সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করে।
ডি.পি. শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাতে ইরানি মন্ত্রীও দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। হোসেইনি বলেন, "ভারতীয় কর্তৃপক্ষকে তাদের রপ্তানি পণ্যের দাম ও মানের বিষয়ে আরো আন্তরিক হতে হবে এবং এ ব্যাপারে তেহরানের উদ্বেগ নিরসনে এগিয়ে আসতে হবে।"
আমেরিকা, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এ অজুহাতে মার্কিন সরকার ও ইউরোপীয় দেশগুলো তেহরানের ওপর অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
তবে তেহরান দৃঢ়তার সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করে এসেছে। পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও যেসব দেশ ইরানের সঙ্গে সীমিত আকারের সহযোগিতা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে ভারত অন্যতম।-ডিনিউজ
তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডি.পি. শ্রীবাস্তব ইরানের শ্রম, সমবায়, সমাজকল্যাণ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-মন্ত্রী মোহাম্মাদ তাকি হোসেইনি'র সঙ্গে এক সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন।
শ্রীবাস্তব বলেন, ২০১২ সালে ইরান ভারত থেকে রুপির বিনিময়ে ৪৩০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ডলারে পণ্য বিনিময়ে অসুবিধা হওয়ায় দু'দেশ রুপিতে এ কেনাবেচা করেছে।
ভারতীয় রাষ্ট্রদূতের অনুরোধে অনুষ্ঠিত এ সাক্ষাতে তেহরান ও নয়াদিল্লি বিভিন্ন খাতে এ সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করে।
ডি.পি. শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাতে ইরানি মন্ত্রীও দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। হোসেইনি বলেন, "ভারতীয় কর্তৃপক্ষকে তাদের রপ্তানি পণ্যের দাম ও মানের বিষয়ে আরো আন্তরিক হতে হবে এবং এ ব্যাপারে তেহরানের উদ্বেগ নিরসনে এগিয়ে আসতে হবে।"
আমেরিকা, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এ অজুহাতে মার্কিন সরকার ও ইউরোপীয় দেশগুলো তেহরানের ওপর অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
তবে তেহরান দৃঢ়তার সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করে এসেছে। পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও যেসব দেশ ইরানের সঙ্গে সীমিত আকারের সহযোগিতা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে ভারত অন্যতম।-ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়