ঢাকা : জাতীয় সংসদের ওয়েব ঠিকানা (ওয়েব অ্যাড্রেস) হ্যাকড হয়েছে। বিকল্প হিসেবে ‘চুদুরবুদুরডটকম’ লিখলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবপেজটি খুলে যাচ্ছে। বিষয়টি প্রথম জানাজানি হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
সংসদ সচিবালয়ের সচিব মাহ্ফুজুর রহমান বলেন, আজ মঙ্গলবার বিকেলে ওয়েব অ্যাড্রেসটি হ্যাকড হয়। তারা নকল ঠিকানাটি বন্ধ করার চেষ্টা করছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব ঠিকানা http://www.parliament.gov.bd। কিন্তু হ্যাকড হওয়ার পর থেকে সংসদের ওয়েবপেজটি http://www.chudurbudur.com/ ঠিকানায় খোলা সম্ভব হচ্ছে।
গত ৯ জুন বিএনপি সাংসদ রেহানা আক্তার জাতীয় সংসদে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুর বুদুর চইলত ন।’ তারপর থেকে এই বাক্যটি নিয়ে সংসদ এবং সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছে। গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে ‘চুদুরবুদুর’ বাদ (এক্সপাঞ্জ) করা হবে না।(ডিনিউজ)
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়