Wednesday, June 26

ছাত্রলীগ-যুবলীগ এখন টেন্ডারলীগ: রফিক-উল হক

ঢাকা : ছাত্রলীগ ও যুবলীগকে ‘টেন্ডারলীগ’ বলে আখ্যায়িত করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেন, “ছাত্রলীগ-যুবলীগ যারা আছে, সব এখন টেন্ডারলীগ। এরা সবাই এখন টেন্ডার নিয়ে ব্যস্ত।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “যতক্ষণ পর্যন্ত টেন্ডারবাজি বন্ধ না হবে, ততক্ষণ দেশে শান্তি ফিরে আসবে না।”সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুই মেয়াদের জন্য রাষ্ট্রপতি হতে পারেন, এ কথা উল্লেখ করে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “প্রধানমন্ত্রীর বেলায় একই নিয়ম করা হলে সংসদে অশ্লীল-অশ্রাব্য কথা বন্ধ হতো। গণতন্ত্র শক্তিশালী হতো।”
সাংবাদিকদের উদ্দেশে রফিক-উল হক বলেন, “আপনারা দুই নেত্রীকে সামনাসামনি বসিয়ে প্রশ্ন করুন। আর দুজনই প্রশ্নের উত্তর দেবেন। তাহলে সত্যিকার গণতন্ত্র ফিরে আসবে।” তিনি বলেন, “বাংলাদেশের সিস্টেমে মেজরিটি ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া যায় না। আসন বেশি পেলেই সরকার গঠন করা যায়।”রাজনীতিস্বর্বস্ব দেশে রাজনীতি ছাড়া কোনো কিছু সম্ভব নয় উল্লেখ করে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, “এ জন্য দক্ষ ও যোগ্য তরুণদের নেতৃত্বে আসতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ‘আমাদের অর্থনীতি’ পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ব্যারিস্টার রুমিন ফারহানা, সংগঠনের সভাপতি রমিজ আজাদ, সাধারণ সম্পাদক রাশেদ সরকার প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়