Wednesday, June 26

মৌলভীবাজারে মাদক বিরোধী শোভাযাত্রা

মৌলভীবাজার: মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বুধবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভা ভবনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), শিশু একাডেমি, মাদক পুনর্বাসন সংস্থা আদর ও স্থানীয় স্কুল-কলেজের ছ্ত্রা-ছাত্রীরা অংশ নেয়। দিবসটি উপলক্ষে ১৪ বিজিবির গত ১ বছরের অভিযানে জব্দকৃত বিভিন্ন মাদকদ্রব্য পৌরসভা প্রাঙ্গনে ধ্বংস করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ফেন্সিডিল ১৬শ ১১ বোতল,কোরেক্র সিরাপ ১০৭ বোতল,গাঁজা ৪২ কেজি ৪০০ গ্রাম,কিলকপ সিরাপ ১০ বোতল, রিকডেক্স ৪০ বোতল। উক্ত ধ্বংস সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আহমদ, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মনিরুল ইসলাম, সাবেক মহিলা এমপি হুসনে আরা ওয়াহিদ, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রমুখ।  (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়