ময়মনসিংহ : একই সময়ে একই স্থানে ময়মনসিংহ জেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠন ও জেলা ছাত্রলীগ ৯০ কিলোমিটার মানববন্ধন আয়োজন করার ঘটনায় চার উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল ও ভালুকা উপজেলায় সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
বুধবার এসব উপজেলার নিবার্হী কর্মকর্তা এ আদেশ দিয়েছেন। এদিকে জেলা ছাত্রলীগের পাল্টা মানববন্ধন কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার ময়মনসিংহে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বুধবার সন্ধ্যা ৬টায় জেলা যুবদল সভাপতি শামীম আজাদ সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দিয়েছেন। এসময় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতাল সফল করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ জেলা নেতারা। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার জেলা ছাত্রদল সংবাদ সম্মেলন করে জেলায় ৯০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করলে পরদিন বুধবার জেলা ছাত্রলীগ পৃথক সংবাদ সম্মেলন করে একই স্থানে একই কর্মসূচি ঘোষণা করে। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে পুলিশ সুপার মঈনুল হক জানান, ছাত্রদল ও ছাত্রলীগ বৃহস্পতিবার একই সময়ে মানববন্ধন করার ব্যাপারে অনুমতি চেয়ে আবেদন করেছে। সংঘাত এড়াতে জেলা প্রশাসককে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়েছেন।
বুধবার এসব উপজেলার নিবার্হী কর্মকর্তা এ আদেশ দিয়েছেন। এদিকে জেলা ছাত্রলীগের পাল্টা মানববন্ধন কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার ময়মনসিংহে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বুধবার সন্ধ্যা ৬টায় জেলা যুবদল সভাপতি শামীম আজাদ সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দিয়েছেন। এসময় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতাল সফল করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ জেলা নেতারা। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার জেলা ছাত্রদল সংবাদ সম্মেলন করে জেলায় ৯০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করলে পরদিন বুধবার জেলা ছাত্রলীগ পৃথক সংবাদ সম্মেলন করে একই স্থানে একই কর্মসূচি ঘোষণা করে। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে পুলিশ সুপার মঈনুল হক জানান, ছাত্রদল ও ছাত্রলীগ বৃহস্পতিবার একই সময়ে মানববন্ধন করার ব্যাপারে অনুমতি চেয়ে আবেদন করেছে। সংঘাত এড়াতে জেলা প্রশাসককে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়েছেন।
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়