Wednesday, June 5

৬ জুন পবিত্র শবে মেরাজ


ঢাকা : আগামীকাল বৃহস্পতিবার ৬ জুন পবিত্র শবে মেরাজ। সূর্যাস্তের পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত পবিত্র মেরাজের রাত।

মেরাজ সংঘটিত হয়েছিল ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (স.) মহান আল্লাহ তায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দিস বা মসজিদুল আকসায় গমন করেন।
 
সেখান থেকে তিনি উর্ধ্বলোকে গমন করেন। এ সময় হযরত আদম (আ.) ও বিশিষ্ট নবীগণের সাথে বিশ্ব নবীর (স.) সালাম ও কুশলাদি বিনিময় হন। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হয়।
 
এ পর্যন্ত হযরত জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন। তারপর সেখান থেকে তিনি একা রফরফ নামক বিশেষ বাহনে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহতায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন।
 
মেরাজ কালে মহানবী (স.) সৃষ্টি জগতের সমস্ত কিছুর রহস্য অবলোকন করেন।
 
শবে মেরাজ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায় করে থাকেন এবং পরবর্তী দিনে নফল রোজা রাখেন এবং কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মধ্যদিয়ে পুণ্যময় এ রাত অতিবাহিত করে থাকেন।
 
এই উপলক্ষে রেডিও-টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়